ওয়েবসাইট থাকার সুবিধা গুলো

বর্তমান যুগে ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়েবসাইট আপনার কোম্পানির পোর্টাল হিসেবে কাজ করে থাকে যেখানে একজন গ্রাহক আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। অনেকে মনে করে একটি ওয়েবসাইট তৈরি করা অনেক খরচের ব্যাপার।

কেন আপনার একটি ওয়েবসাইট দরকার? কারনঃ

 

১। একটি ওয়েবসাইট আপনার বাজারজাতকরণের ভিত্তিভূমি।

২। একটি ওয়েবসাইট আপনার পণ্য / সেবা অনলাইনে বিক্রির মাধ্যম।

৩। একটি ওয়েবসাইট নতুন গ্রাহকদের সাথে সংযুক্ত করতে সাহায্য করে।

৪। একটি ওয়েবসাইট স্থানীয় ব্যবসার জন্য বড় সুবিধা আছে।

৫। একটি ওয়েবসাইট বিশ্বাসযোগ্যতা তৈরী করে।

৬। একটি ওয়েবসাইট আপনার অনলাইন ভাগ্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

আপনি চাইলে একটি সুন্দর এবং আধুনিক মানের ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ।

 

ডোমেইন হোস্টিং কেনার আগে যা খেয়াল রাখতে হবে

 

ডোমেইন নাম কেমন হওয়া উচিৎ?

 

WordPress কি ? ওয়ার্ডপ্রেস এর কাজ ও লাভ (About WordPress)

 

What Is Freelancing? How To Become A Freelancer? – The Actionable Guide

 

Banglar Freelancer