WordPress  কি এবং কি কি কাজে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়, এই ব্যাপারে প্রত্যেক web designer বা blogger আপনাকে ভালো ভাবে বলে দিতে পারবে। আসলে, বিশ্বের সব থেকে সেরা এবং প্রচলিত CMS software হলো WordPress. এই অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে, যেকোনো ধরণের ওয়েবসাইট বানানো অনেক সহজ। এবং, যদি এর ব্যাপারে আপনার কোনো ধরণের জ্ঞান নেই, তাহলে চিন্তা করবেননা। এই, আর্টিকেলে আমি আপনাদের, WordPress এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবো। যেমন, ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডপ্রেস এর কাজ, এর কিছু লাভ ও সুবিধা এবং, একজন ব্লগার হিসেবে কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করাটা জরুরি।

তাছাড়া, WordPress online CMS software ব্যবহার করাটা কিন্তু অনেক সহজ। এবং, বিশ্বের প্রায় ৬৫% ওয়েবসাইট আজ ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। Netcraft দ্বারা প্রচার করা সার্ভেতে পাওয়া গেছে যে, বিশ্বের প্রায় ৭৫ হাজার লক্ষ থেকেও বেশি ওয়েবসাইট WordPress CMS software দ্বারা বানানো।

তাই, WordPress কতটা বেশি পপুলার ও জনপ্রিয়, সেটা তো আপনারা বুঝতেই পারছেন।

শেষে, যদি আপনি একজন ওয়েব ডিসাইনার (web designer)ওয়েব ডেভেলপার (web developer)ব্লগার (blogger) বা নিজেই একটি perfect website তৈরি করার কথা ভাবছেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে জেনে নেয়াটা আপনার জন্য অনেক জরুরি।

সোজা ভাবে বললে, “WordPress” এমন একটি সহজ এবং জনপ্রিয় মাধ্যম যেটা ব্যবহার করে আপনি নিজের একটি ওয়েবসাইট (website) বা ব্লগ (blog) তৈরি করতে পারবেন।

এবং, এই মাধ্যম কতটা জনপ্রিয় এবং সহজ, সেটা বোঝা যায় এর ব্যবহারকারীদের অধিক সংখ্যার ওপরে। ইন্টারনেটে থাকা কোটি কোটি সব ওয়েবসাইট গুলির ভেতরে ৩৪% থেকেও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি।

এখন, “WordPress মানে কি” এই ব্যাপারে যদি অল্প টেকনিক্যালি (technically) বলা হয়, তাহলে সেটাও বুঝে নেয়াটা অনেক সহজ।

WordPress হলো সব থেকে বেশি পপুলার একটি open source Content Management System (CMS), যেটা জেকেও নিজের ওয়েব সার্ভারে (web server) ফ্রীতেই ইনস্টল করে, যেকোনো রকমের একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস বিশ্বের সব থেকে শক্তিশালী কিন্তু অনেক সহজ একটি ফ্রি অনলাইন ওয়েবসাইট তৈরি করার মাধ্যম যেটাকে PHP র দ্বারা লিখা হয়েছে।

মনে রাখবেন, ওয়ার্ডপ্রেস দ্বারা ওয়েবসাইট বানানোর জন্য, আপনার একটি ওয়েব হোস্টিং একাউন্ট বা হোস্টিং সার্ভার থাকতে হবে। এবং, তারপর আপনি নিজের সার্ভারে এই WordPress CMS install করে যেকোনো ধরণের ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।

এমনিতে, ওয়েবসাইট তৈরি করার জন্য আরো অনেক ধরণের online CMS software রয়েছে। যেমন, Joomla, Drupal, Typo3. এই, CMS software গুলিও ব্লগ ও ওয়েবসাইট তৈরির জন্য অনেক পপুলার। কিন্তু, ওয়ার্ডপ্রেস এর তুলনায় অনেক বেশি কম।

 

WordPress এর যাত্রা কবে থেকে?ওয়েব বিল্ডিং টুল হিসেবে ২০০৩ সালে এটির যাত্রা শুরু হয়। মূলত ব্লগিং পেশাকে কেন্দ্র করেই ওয়ার্ডপ্রেসের আভির্বাব। ব্লগিং পেশাকে সহজ এবং আরো সুন্দর ভাবে উপস্থাপন করার লক্ষে ওয়ার্ডপ্রেস কে ফোকাস করা হয়। পরবর্তিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা আরো জটিল এবং ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেসকে একটি প্রসেসের মধ্যে নিয়ে আসে এবং সাকসেসও হয়। তাই ওয়ার্ডপ্রেস এখন ব্লগিং টুলের পরিবর্তে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করে।